তিমির ত্রিযামা শেষে নয়া দিগন্তে নতুন সূর্যদয়
নয়া স্মৃতির মিনার গড়তে সোচ্চার জনতা দুর করে যত ভয় ।
এ এক নির্ভীক প্রজন্ম প্রাণের মায়া ত্যাগে
বীরদর্পে রাজপথে ছোটে,প্রাপ্য দাবি উসুলের অনুরাগে ।
একটি বিশৃঙ্খল, দুর্দশা ও জরামুক্ত রাষ্ট্র গড়তে ,
দ্রোহ অনল শিখা জ্বলে যুব উদ্যোমি দলের পরতে পরতে।
ওহে অনাগত প্রজন্ম,
হিতের বিপরীতেও ভুলনা এ বীরত্বের কথা ,
আসুক যত স্বৈরাচার, সাহসা রুখবে যথাতথা ।
আমরা বীরের জাতি,
বহুবার করিয়াছি রাজপথ রঞ্জিত,
বুলেট তোয়াক্কা করে সম্মূখে এগিয়েছি
করতে মুক্ত সমাজ স্বৈরাচার ব্যতিত ।