শৈলশিরা ছুঁয়ে ছুঁয়ে
ভেঙেছে মাটির বাঁধন,
লুকোচুরি খেলছে খরস্রোত
দেখেছি স্রোতের মাতন।
মন্থকুপে আবর্তিত হয়
নুড়ি পাথরের যন্ত্রণা,
ঘোলাটে জলের বুদবুদে
খুঁজি তোমার চেতনা।
ঘোলা জলে আজও দেখি
ভুমির ঢাল আর জলের সখ্যতা,
স্রোতের তীব্রতায় আজও বাঁচে
নুড়ি আর পাথরের সততা।