পাথর নুড়ি ভেঙে
তুমি এসেছিলে
পাহাড়ি ঝরনার মতো
হেসেছিলে।
তোমার বুকে ছিল
ভালোবাসার ফল্গু ধারা,
তোমাকে ছুঁয়ে আমি
হয়েছি পাগলা ঝরা ।
উল্কার মতো তুমি
আলো হয়ে এলে,
দপ করে জ্বলে উঠে
নিভে গেলে।
গোধূলি আলোয় দেখেছি
তোমাকে আমি নীরবে,
ভালোবাসার রেনু ছড়ালো
তোমার আঁখির গরবে।
তোমাকে দেখেছি আমি
রামধনু আকাশে,
আলোদের দেশে চলে গেলে
তুমি নিমেষে।
মনের কথা ছুঁয়ে ছুঁয়ে
মন মিতা হলে,
ভোরের ঘুম ভাঙিয়ে
তুমি চলে গেলে?
সূর্যের আলোতে তুমি যখন
চাঁদ হয়ে ছিলে,
ঘন কালো মেঘ হয়ে কেন তুমি ?
আলো ঢেকে দিলে?
আকাশের দিকে চেয়ে খুঁজি আমি
বাঁচার ঠিকানা,
স্বপ্ন ভাঙার স্বপ্নে আছে শুধু
বুকের যন্ত্রণা।