চাঁদের মতো
তোমার শরীর
মনের মত তুমি
আগুন চোখে
তোমায় দেখি
ফাগুন ঠোঁটে চুমি ।
শীতের শরীর
পশম খোঁজে
রাতের শরীর মন,
ঠিকরে পড়া
ভোরের আলোয়
তোমায় খুঁজি সারাক্ষণ।
দিনের শেষে
তোমায় খুঁজি
পাখ পাখ-পাখালীর ঝাঁকে
এক মুঠো শীত
সঙ্গে রেখো
সবুজ মনের বাঁকে।
তোমার পায়ে
নুপুর বাজে
তোমার চুলে
পালক সাজে
খুঁজে নেবো
তোমায় আমি
মহুয়া বনের মাঝে।