তোমার কথা
তোমার কথা পড়ছে
যখন মনে
মনটা ওঠে টন টনিয়ে
রক্ত মেঘের টানে
দীঘল কালো জলের মতো
তোমার নয়ন তারা
আকাশ জুড়ে মেঘের ভেলায়
খেলছে যেন কারা
মেঘ পরীরা দোল খেলে যায়
নীলাম্বরে
দিনের শেষে সখী সন্ধ্যা নামে
আমার ঘরে
তুমি যখন নিয়ন আলোয়
নগর পথে
আমি তখন তোমার খোঁজে
স্বপ্ন রথে
ঘুমের নেশায় তুমি যখন
কাটাও রাত
আকাশ জুড়ে দেখি আমি
উল্কাপাত
তোমার হাতের মুঠোয় আছে
আমার ঘাম
তুমি যখন পায়রা সুখে
আমার তখন
মধ্য যাম
লাল মোরামের রাস্তা জুড়ে
উড়ছে ধুলো
তোমার চোখের মনির মতো
ঘুরছে আমার স্বপ্ন গুলো।