আঁধার নিংড়ে
ভোরের আলো
ঠিকরে যখন পড়ে
সুখী পাখীরা সব
ভীড় করে
আমাদের সৌখিন ঘরে ।
খাত কেটে নামে নদী
ভূমির প্রারম্ভিক ঢাল
অনুসারে।
সুখ আর অসুখের বুননে
তখনি বেঁচে উঠি আমি
মননের সৃজনে
সুখী উড়ন্ত পাখীরা
আসে আর যায়
ছাদের কার্নিশ ধারে
কালো রাত ভেঙ্গে
ওরা আসে -
রোজ ভোরে ।
ছায়াবৃত্তের সীমানায়
দাঁড়িয়ে দেখি
ভাল আর মন্দ
আলো আর আঁধারের
দ্বন্দ্বে ,
কান পেতে শুনি
জীবনের ছন্দ ।