এখনো চলে যেতে পারি
তোমার খুব কাছে,
যেখানে হৃদয়ই আমার
ময়ূর নাচ নাচে।
শহুরে ভাইরাস যখন
খাচ্চে চেটে -পুটে,
ঠিক তখনো যেতে পারি
তোমার কাছে ছুটে।
তোমার শেখানো খেলা
চু-কিত কিত ,কানা মাছি খেলে,
এখনো বসতে পারি
তোমার স্নিগ্ধ সবুজ কোলে।
ইদানিং শুনেছি আমি..
বোকা বাক্সে নজর বন্দী তুমি।
আর হাসে না টগর বেলি
তোমার ঘন চুলে।
কীট গুলো সব বান্ধছে বাসা,
তোমার বেণীর ফুলে।