আমি কোন বা পথে এলাম, কোন সে পথে যাবো
এ ভূবন আমায় ছেড়ে দিবে কবে-কোন সে পথে,
বিধি আমি অসহায়-ডাকি যে তোমায় ঘুর বিপদে
সংসার সায়রে অসাড় জীবন- আজ অতল গহীনে।
কার জন্য কি খুঁজি-কাকে আপন ভাবি-
যাকে ধরি, যাকে ডাকি সবই যেন ফাঁকি,
এ ভব সংসারে স্ব-স্বার্থই যে, বড় পুঁজি।
হাতের শেষ হলে নিঃশেষ, কি দিয়ে হব পার
মিছে মিছে বাঁধিল আমায় মায়ার এ সংসার।
কে-বা আপন, কে-বা পর সবই মায়াজাল
সংসারের জ্বালাতন-সুখ, এ-যে এক মহাকাল।
যাকে খুঁজি তাকে পাইনা, যাকে পাই তাকে চাইনা
চাওয়া-পাওয়ার গরমিল জীবনের চরম যাতনা।
সত্য যে কোন পথে, খোঁজে তারে সাঁতারে মরি
অসত্যের ঘোরে জীবন যেন এক ভারাক্রান্ত লরি।
স্বপ্ন ভাঙ্গে রাত আসে, আসে দিনের আলো
রাতের আঁধারে হারিয়ে যায়, দিনের সব ভালো।
দিনে দিনে রিক্ত আমি অঙ্গার সোনার জীবন
ছেলে-মেয়ে, পুত্র-বধু মিছে সব আত্মীয় স্বজন।
পড়ে রইবে অর্থের অট্টালিকা, স্ত্রীর সোনার মোহর
চোখ বুঝিলে বুঝিবে না কে আপন-কে পর।
শব যাত্রায় রবে শত লোক, শেষ যাত্রায় তুমি একা
পথের সাথী হবে শুধু সারা জীবনের কর্মের ব্যাখ্যা।
নাহি ধন, নহে স্বজন-আছে যত আপনজন
করিবে টানাটানি লইয়া রেখে গেছো যত ধন।