আমি দেখেছি তোমায় এক অমানিশার রাতে
মেঘের আড়ালে লুকোচুরি খেলাতে
আঁধার ভরা রাতে মিটি মিটি তারাতে
নিঝুম নিস্তব্ধ চম্পা কলি গাছের শাখাতে,
নেচে নেচে গাহিছ গান জোনাকির সাথে।

জানিনা, কত বছর আগে হয়েছিল দেখা তোমাতে আমাতে
তবুও আজ, আমি দেখিতে পাই তোমারে মধুর কল্পলোকেতে।
কবে জানি হয়েছিল মিলন, কোন সে প্রভাতে-পারিনি জানিতে
ভেবে ভেবে ভাবি, হয়তোবা-এমন এক অমানিশার রাতে।

আঁধারে দুলিছে আঁচল কলা পাতার কাঁপুনিতে-
মাঝে মাঝে লক্ষ্মী পেঁচা ডেকে চলে শুভ্র ডানাতে,
তোমারই মুখখানি তখন ভেসে উঠে মনের আয়নাতে
হৃদয়ে জাগে স্পন্দন তোমারই রূপের আলোতে।

এই বুঝি তুমি এলে, কাজল কালো আঁধারেতে
বৃক্ষরাজির মতো দুলিছে তোমার কেশ-মৃদ পবনেতে।
তোমার হাঁসিতে স্বর্গ নামে- নামে আলো পৃথিবীতে
কবে জানি তুমি হেঁসেছিলে -
জেগেছিলে পূর্ণিমার চাদের মতো গগণেতে।
হয়নি জানা বসে নীরব আঁধার রাতে।

আমি জানি, তুমি বহিছ বিরহের জ্বালা মনেতে
আলো তোমার পছন্দ নয় তাই, জাগিছ তিমির রাতে।
ছুঁয়ার নয়, ধরার নয় তবু দেখে যাই আনন্দেতে-
আঁধার ফুরিয়ে যখন বহিবে বাতাস শিউলি পাতাতে,
লহিব সুবাস- গাহিব গান তোমার আলিঙ্গনেতে।