হাজার বছর ধরে রাখিয়াছ যারে মানসপদ্ম করে
অনন্তকালের সাথী সে স্বপ্নের প্রিয়া মনের গভীরে।
কত-গোষ্ঠী, কত-জাতী গড়িয়াছে তাদের নিয়তি
প্রিয় বাসন্তী সে সবার প্রিয় স্বপ্নের নারী।
ঘুম ভেঙে যারে দেখেছ শিয়রে সজ্জিত শয়নে
ছিন্ন-ভিন্ন কেশ তার নগ্ন বসনে।
লজ্জাবতী-কোমলমতী-কেশবালা শ্যামল সারথী
সজল নয়নে সরম বসনে লজ্জায় রাঙা কপোতী।
সৌম্য পাহাড়ে-শিশিরে ঢাকা বক্ষে পুষ্প আকৃতি
কূল বৃক্ষে স্বর্ণলতা যেন কাঁটার ভয়ে লইতে আপত্তি।
মানব জাতির মনের এক মনোলোভা মানসী
সর্পিল সাজে শাণিত বক্ষে অপরূপা মানবী।
হাজার বছর ধরে পথ চলা যার একই পথে
প্রেয়সির প্রেম পরিণয় হয় একই মতে।
যাকে তুমি রাখিবে বাঁধিয়া যতনে নিজ বাহু তলে
বাঁধন ছিঁড়িলে মিলিবে যে সে অন্যের অন্ন জলে।
এ বাঁধতো বাঁধন নয়-বাঁধিয়া রাখার খেলা
এ খেলায় যে হারিবে-হারাবে সে জীবন ভেলা।
সন্ধ্যার তারা যেমন হারায় গহীন রাত্রির মেলায়
প্রেয়সী প্রেমের পরশে প্রশান্তি পায় ক্লান্ত বেলায়।
রাত্রির নীরবতা নয়নে জাগায় স্বপ্নের সফলতা
স্বপ্নের নারী নিয়ে আসে স্বর্গীয় জীবনের বারতা।