তুমি আসবে ফিরে?
আশায় বুক বেঁধে আছি চিরতরে,
কোন এক দিন পাবো, তোমায় আমার করে,
ফেলে মুছে দিব, ভাববো আবার তোমাকে ধরে।
তুমি আসবে ফিরে?
আমার জীর্ণ দেয়ালটা, আজ ফ্যাকাশে,
চলে গেছে সব রঙ,
রামধনু হয়ে মিশে আছে, উপরের আকাশে।
তুমি অাসবে ফিরে?
অামার রুগ্ন হ্রদয়ে, তোমার হাতের ছোঁয়া দিতে,
যা, না বলা কথা, হয়নি কোন গোপন রাতে,
মিশে গেছে সব অভিমান, তোমার ছাড়ার সাথে সাথে।
তুমি অাসবে ফিরে?
আমার এই শুকনো ডালে, কচি পাতা দিতে ভরে,
যা পড়েছিলো একদিন, তোমারই হাত ধরে
আর জন্ম নেয়নি, আর কোন পাতা চিরতরে।
তুমি আসবে ফিরে?
আমার ছেঁড়া পান্ডুলিপির, ছেঁড়া অংশটি নিতে,
যা আজও অসমাপ্ত, শেষ লেখা হয়েছিলো শেষ রাতে,
যেদিন তুমি চলে গিয়েছিলে অন্যের হতে।।