একদিন তুমি ভাববে,সিঁথির সিন্দুর পরে,
হাতে শাখা, লাল বেনারসী, হাতে ধরে।
জানি তুমি ভাববে, ভাববে এ-ক-কটিবার,
প্রত্যাখান নয়, ভাববে তোমার প্রত্যাহার।
তোমার সাজে আমি রইবো চেয়ে---
ফেলবো না চোখে জল, যাতে সিঁথি না ধুঁয়ে,
অশ্রুভরা নয়ন----
আর আমার শুকনো পিপাসিত মন।।
সেদিন আমি হবো না ক্লান্ত,
হবো না, আমি নিঃশেষ,
তোমার গমনে, তোমার জয়ে,
আমি উল্লাসিত হবো বেশ।।
যদি পারো একটিবার---
তাকিয়ো আমার নয়নে,
পেয়ো খুঁজে, যদি কিছু ব্যাথা,
দিয়ে যেও, মনের গোপনে।।
আরও, একটি তোমার আনন্দ,
রাখবো সাজিয়ে, আমার আত্মগোপনে ,
জানবে না কেউ, বুঝবে না কেউ,
রয়ে যাবে, আমার হ্রদয়র ছোটো কোণে।।