আমি রাজেশ, তুমি শুনেছো কী এই নাম?
যা, সারাক্ষন বেড়িয়ে বেড়ায়,তোমার পাশে, পাশে,
যা, তোমার হাসিতে, সারাক্ষন তোমার সাথে হাসে,
তোমার জীবনে, এর আছে কী কোনো দাম?
খুঁজেছি, তোমাকে কতবার আমার নিশীথ সপ্নে,
পেয়েছি, কতবার তোমাকে আমার আপন মনে,
ফিরেছি, কতবার তোমার পাশ হতে,
কতবার হেরেছি ,আমি আমার চলার পথে।
যদি সপ্ন গুলো, কেনা-বেচা হতো,
তাহলে, আমি কিনে নিতাম তোমার মতো,
কিন্তু,সপ্নের মাঝে,পরে রইলাম চিরতরে,
আর বয়ে বেড়ালাম অবচেতন মনকে,ব্যাথায় ভরে।