আজ অনুতপ্ত হয়,
নিজেকে কেনো যে ভাসিয়েছিলাম, সেদিন----
কেনো যে তোমায় ভালোবেসে,
বাড়িয়েছিলাম আমার অন্তরের ঋন।
এই বোঝা আজ বইতে, বইতে,
সব দুঃখ, উজাড় করে সইতে, সইতে,
এসেছি, আমার মনের সাথে।
কিন্তু, আজ দেখো কী ভাগ্য,
সেও আজ আমার নেই, আমার হাতে।
এরপরও কী মনে হয় জানো?
আর যদি কিছু দুঃখ দেবার থাকে, সেটাও তুমি আনো,
প্রানভরে নেবো গ্রহন করে,যদি হয় সেটা তোমার।
আর নিজের মনকে বুঝিয়ে নেবো,
এই দুঃখ যেটা এসেছে,
সেটা আমার প্রকৃত ভালোবাসার।।
এতে, তুমি তো সুখি হবে !
তোমার চোখে তো জল আসবে না !
এর চেয়ে আর কী পাওনা হতে পারে আমার।
বুক ভরে সইে নেবো, তোমার দেওয়া এই প্রত্যাহার।।