পুরনো দিনের সব স্মৃতি, আজো আছে আমার অন্তরের কোনে,
মনে কী পড়ে বন্ধু? তোদের সাথে সেই আড্ডাটা, যেটা ছিলো চায়ের দোকানে।
আজো আছে সেই দোকান, আজো আছে রামুদা, নেই কেবল আমরা,
কখনো কখনো যায় যে চলে, সেই ছুটির ফাঁকে, দেখি নতুন প্রজন্মরা ।
ফাঁকা লাগে, একা লাগে, আর মনে হয়, হারিয়ে যাওয়া দশ দশটি বছর,
আর তো আসে না, কেউ আসে না, সবাই তো পাড়ি দিয়েছে দেশ দেশান্তর।
সত্যি, আমরা প্রচন্ড বদলে গেছি, সময়ের সাথে সাথে,
আর হারিয়ে ফেলেছি, আমাদের এই বন্ধুত্বটা, কয়েকটা বছরের সংঘাতে ।
জানি আমাদের বদলটা এসেছে,আমাদের সংসারের বোঝাতে,
তবুও তো তোদেরকে নিয়ে ভাবি, আমার সময়ের ফাঁকে।।
আমাদের সেই আড্ডাটা, মনে হতো বিকেলের জন্যই সুন্দর,
ঠিক পাঁচটায় জুটতাম,সেই মতো হাজির হতাম করে সব একাকর।
তারপর চুটিয়ে গল্প করা, আর আবেগের জোয়ারে ভাসা,
সিগারেটের এক একটা টান, প্রত্যেকে নিয়ে,মজার গল্পে হাসা ।
তারপর প্রেমের সেই গল্পটা, আসতো বিকেলের মুখে হাসি নিয়ে,
পরক্ষনেই, থেমে যেতো, একরাশ দুঃখ দিয়ে ।
তারপর তোদের সাথে, সেই মজার কখাগুলো,ভুলে যেতাম প্রেমিকার প্রত্যাখ্যাত,
তোদের গল্পে,হারিয়ে যেতো, তার দেওয়া সব ঘাত প্রতিঘাত ।