তুমিই সেই রমনী--
যার সুন্দরতায় আমি মুগ্ধ,
তোমার প্রথম কলেজ আসাটা, আমার কাছে প্রলাপহীন।
তোমার হাসিটা আমার কাছে, চির-রঙীন।
তোমার গোছালো চুলের বাঁ-ধ-ন,
আমার নেএের, সুসজ্জিত,সুকোমল মন।
তোমার চোখের কাজল, আমার কল্পনার তরী,
তুমিই আমার চোখের, না দেখা এক পরী।।

তোমার কপালের টিপে, যে আবছা নীল কালোর মিশ্রন,
বিস্মীত হয়, দেখে তোমার উল্লাসিত মন।
আড়াল বেয়ে দেখি তোমার রুপখানি,
কন্ঠস্বর আসে ভেসে,
যাতে না যায় হারিয়ে তোমার অমুল্য স্বরধ্বনি।।

কতবার চেয়েছি তোমায়, নিজের করে নিতে,
পারিনী বলতে আমার মনের কথা,
কতবার, হেরেছি আমার নিশীথ সপ্নে,
দিতে চায়-নি, আমার মনের গোপন-ব্যাথা।।

এইভাাববে কেটে যায়, ক-ত-ত-কতবার,
বলতে পারিনী, একবারও তুমি যে আমার।
                                                (ক্রমশ)