আমি জানি --
তুমি আমায় ভালোবাসো।
আমায় নিয়ে তুমি তোমার সপ্নে ভাসো,
হয়তো, উদাসিন থাকো,
আমার আগোছালো ,জীবন কে নিয়ে,
কিন্তু, বিশ্বাস করো--
আমার ভালোবাসাকে, প্রতারণার করার অধিকার ,আমার মধ্যে নেই,
কারণ-
আমিও ভালোবাসি তোমায়।।
আমার আগোছালো জীবন, আমার সপ্ন,
আর আমি আমার সপ্নে,  আমার মতো থাকি,
হালকা মৃদু হাসি, তা নিয়ে তৈরি আমার চিলকোঠার সপ্ন,
ছোটো ছোটো করে বেড়ে উঠা,
আর ছোটো ছোটো সপ্নকে নিয়ে এগিয়ে পথ চলা,
জানি এটা তোমার সপ্নের সাথে মিল হবে না।
কারণ, তোমার বেড়ে উঠা, আর আমার মধ্যে মিল নেই,
কিন্তু সম্পকের বেড়ায় জড়িয়ে, তোমার জীবন নষ্ট করার অধিকার, আমার মধ্যে নেই--
তাই--
"শূন্য করলাম আমার জীবন, মুক্ত করলাম তোরে",
"ওরে আমার মায়া পাখি, যা, তুই, যাস দূরে ওড়ে"।