আমি বাবা তো-
তাই ভীষন চুপ থাকি,
থাকি আমার অন্তরাল জীবনে,
কোথাও ব্যাথা, কোথাও প্রলাপহীন কথা,
রয়ে যায় আমার জীবন সংগ্রামে।।
আমার অন্তরালে জমানো সুখ, দুঃখ,
আমার ব্যাথার চিরাচরিত কারণ,
আমার সুখ,আমার দুঃখ, আমার আনন্দ,আমার বেদনা,
আমার আগোছালো জীবন যাপন।।
আমার অপেক্ষা, আমার সময়,
আমার ক্লান্তি, আমার থেমে না যাওয়ার ভয়।
কোথাও আসে আলো, আবার কোথাও অন্ধকার,
কোথাও আবার না কাঁদার, অঙ্গীকার।
আমি বাবা তো-
অনেক কষ্টের বিনিময়ে হয় উদভাসি,
আমার সংকল্প,কষ্টের বিনিময়ে আসুক,
তোমাদের মুখে হাসি।।