আমারে দাও শূন্য করে,
হে নীরব বিশ্বাস।
খুলে দাও দ্বোর--
ধুলিস্রাত করো, আমার বৃথা আশ্বাস।।
তোমারে ভালোবেসে ,
পেয়েছি যে নীরব হাহাকার।
করো আমায় পূন্য,
দাও করে সব নিব্বিকার।।
যে বিশ্বাসে ,একদিন ফুটেছিলো ফুল।
সে বিশ্বাস, আজ ভগ্ন হ্রদয়ের, ঝরা বকুল।।
জন্ম থেকে জন্মান্তরে,
আসিবো আমি বারে বারে-নূতুন করে,
নিবো সব কিছু, তোমার যা কিছু আছে, সব দোষ,
দাও শূন্য করে,তোমার মন থেকে,পড়ে আছে যা আক্রোশ।
যে আশা বৃথা তাহা যেনো না শয়,
মিথ্যার আড়ালে থাকে না, কোনো,
ভালোবাসার জয়।।