তোর সেই মুখের ছবিটা, আজো কাঁদায়, আমার গভীর রাতে,
আজো, আমি সেই দিনগুলি ভাবি, তোকে নিয়ে, আমার সাথে।
ভাবতে, ভাবতে, আজ এসেছি, ১লা জুন,২০১৭র দিনে,
পেয়েছি নিজেকে একা, আর কিছু ব্যাথা, এই জীবন মরণে।
কী যে পেলাম, আর কী যে হারালাম, হিসেব করিনা এই জীবনে,
যা দিলাম, আর যা দিয়েছিলাম, সব হারালাম, স্মৃতির ক্ষরণে।
যদি আর একবার জন্ম পায়, ইচ্ছে করবো, তোর না হতে,
শুধু এইবার দেখবো, তোর খেলাটা, জীবনে চলতে চলতে।
তোর অভিনয়টা, জ্বালায় আমায়, প্রতি মহুুতে,
জ্বালায় আমার এই হ্রদয়, প্রতিটা শর্তে।
ভালোবাসায় যদি এত শর্ত, তাহলে নাম কেনো এত মধুর,
তাহলে থাক না ভালোবাসা, পাবে না ,হবে না চুরচুর।
পাওয়ার নাম যদি ভালোবাসা না হয়,
তাহলে ,ভালোবাসায় কেনো এত প্রত্যয়,
নিঃশর্তে, ভালোবাসা থাক পড়ে, থাক বিনয়,
ভেবে নেবো, তুই তো আমার কেউ নয়।।