সিক্ত বেলায়, সিকতা মাঝে
শক্তি খুঁজি, যদি মুক্তা মেলে,
কাটে আমার সারা সকাল বেলা,
খেলে মুক্তা খোঁজার খেলা।
রোদ ঝলমল প্রাক দুপর
হৃদয়ে আমার বাজে নূপুরদ,
ঝিনুক খোলে মুক্তা মেলে ।
মুক্তা নিয়েছো তুমি
ভালবাসার ছলে।
সে মুক্তা আজ তোমার হাতের
তর্জনীতে অহরহ ধমকে কথা বলে।
আমি তখন পেঁয়াজ কাটি
কান্না লুকাই চোখের জলে।