উফ! মাংস পোড়ার গন্ধ বাতাসে ভাসে
সহজে প্রিয়ের নাকে আসে
একেবারো কি বুঝেছো?
মন পোড়ার গন্ধ সহজে!
মিলে না একেবারে না মিলে
পাথর গলে না কিন্তু বরফ গলে,
গলতে গলতে অস্তিত্ব ফেলে হারিয়ে,
উফ! প্রেম কি পাওয়া যায়?
পাথরের বুক জড়িয়ে!
মাংস পোড়ার গন্ধ পাও
মন পোড়ার কি পাও?
অসহায়ের কুটিরে আগুন লাগে
ইট পাথরের গায়ে
শুধু জ্বালানোর উত্তাপ থাকে
ভালোবাসা থাকে না বুকে।
পাথরের বুকে ফুল ফুটে
তবে তা লোক মুখে,
আসল ফুল তো মাটির বুকে।
উফ! মাংস পোড়ার গন্ধ বাতাসে ভাসে
সহজে প্রিয়ের নাকে আসে
একেবারো কি বুঝেছো?
মন পোড়ার গন্ধ সহজে!