প্রতি রাতে শুধু তুই আসিস আমার কবিতাতে
ইচ্ছে গুলো ঘাসের সাথে জড়িয়ে
রাত শেষে প্রতি ভোরে কাঁদে।
মায়া জাল বড় জাল
যায় না ছিন্ন করা সহজে,
তুই এখন ঘুমিয়ে চোখ  বুজে
আর আমি লিখি কবিতা
বেড়ায় তোকে খুঁজে।
এরপরে আর ভালো লাগে না
সাদা বক কিংবা পাখিদের ঝাক
রাস্তা ছেড়ে খুঁজি তোর রাস্তার বাক
যে পথে আজ আমি
স্বাধীনতার নাম পরাধীনতা,
এ যেন পূজা দিয়ে আনা বেল পাতা
তাতে জড়িয়ে আজীবন কাটা,
আমি আজ আছি যে পথে!
হাত বাড়ালেও জানি
হাত পাবে না কখনোই তোকে,
রাস্তা ছেড়ে দিলেও মায়া ছাড়ার নই
সত্যি যদি মানিয়ে নিতেম হতো আজ জীবন;
মানিয়ে নেওয়া জীবন
নইতো মৃত্যু অবধি কায়া মনে আগুন।
ঝোপে ঝাড়ে যতই মুখ লুকায়
কিংবা কুল ভুলে ফুল তুলি
যত রঙ সাজায় তুলি মন গড়ানো
সুখ কি আসে মন ভুলে নিজের মনে!
ক্যালকুলেটর জুড়ে যতই হিসেব রাখি
মুখ কে হারিয়ে ততই যেন মুখোশে ঢাকি;
মানুষ কী আমি? সত্যিকারের মানুষ তো তুমি,
মানুষের চামড়া ছেড়ে মানুষের চামড়া গেছি ছিঁড়ে!!
যতই সাজায় ফুলশয্যা
এ যেন প্রিয়া হারানোর অভিশাপের
এক একটা কাঁটা আছে ছড়ে,
বিছানা জুড়ে! ফুলশয্যা জুড়ে।