একদিন
ঠিক এইভাবে প্রশ্ন তোমার কাঠগড়ায়
তোমাকে মানুষ চিনবে জবাবে,
একদিন
বিড়াল ম্যাও ম্যাও করলেও
ইঁদুর তো দূরের কথা
কোনো গাছই থাকবে না ঠাঁই চাইলেও।
একদিন
খেলাখেলি হবে
শরীরের হবে না কোনো ধর্ষণ
তবে বাঁচতে চাইলেও প্রতিদিন মনের হবে মরন।
একদিন
থাকবে জনশূন্য তোমার রাস্তা
হাঁটতে চাইলেও
প্রতিপদে পেতে হবে কাঁটা।
একদিন
তুমি জাগবে
রাত তোমাকে জাগাবে
হাতের কাছে কলম পাতা
পায়ের নিচে, দড়ি লাগিয়ে ঝুলবে মাথা।
একদিন
তোমার ঘরে
লতাপাতা পড়বে ঝরে
শুকনো কথায় ব্যথা প্রতি শব্দে,
আগুনের নেই সীমা যখন তা জ্বলে উঠে,
একদিন কুকুর করবে ঘেউ ঘেউ
থাকবে না কেউ,
মাংসের স্বাদ কি রক্তে মিটে?
একদিন ঠিক,
ঘুম ভাঙবে না প্রভাতে,
অস্তিত্ব মাংসের স্বাস ধুলোয় যাবে মিশে।