বুঝলে প্রিয়!
প্রিয় মানুষ থেকে দূরে থাকিও!
তুমি যে কতটা দামী
সময়ের সাথে সাথে নির্দোষে সাজবে তুমি আসামি,
তুমি কলঙ্কিনী নও,তবুও
তুমি কলঙ্কিনী নিরবে নিরবে
দরজা জানালা বন্ধ ঘরে,
ওই ঘরে বসে তোমার যে দীর্ঘনিশ্বাস
সেই নিশ্বাস ক্ষণে ক্ষণে তোমার নিজের গলায় আজকের ফাঁস!
বুঝলে প্রিয়!
প্রিয় মানুষ থেকে দূরে থাকিও!
এমনভাবে ছদ্দবেশে প্রিয় মানুষ আসবে,
কোন অঙ্ক কষতে তা জেনেও তুমি আজানায় থাকবে।
পদ্ম পুকুরে কেউ পাঁক তুলে, কেউ পদ্মের মধ্যে কেউটে দেখে,
দেখেও যেন চলে সেইদিকে।
বুঝলে প্রিয়!
প্রিয় মানুষ থেকে দূরে থাকিও।