একই সমস্যা
বারবার বাসর ঘরে আগুন লাগে,
যতই ফুল দিয়ে সাজানো হোক
দুচোখে স্বপ্ন থাকুক,
যে ঘরে বারবার আগুন উঠে জ্বলে
ভালোবাসা কি থাকে সেই ফুলে?
যদি থাকে তবে পুড়ে যাওয়া পাপড়ি
যা দিনের পর দিন ছাই হয়ে
একটু একটু করে সমাপ্তি।
বারবার একই সমস্যা
বারবার বাসর ঘরে আগুন লাগে,
শুধু দিনরাত ছাই মাখামাখি
উড়ে পালিয়ে গেছে পাখি,
সে ভাবে প্রেমের গোলাপ জলে
ভিঁজেছে এ আঁখি;
ছাইয়ের সাথে প্রিয়ের হাতে
এই জলের মর্ম রেখেছে কি ধর্ম,
যে বুঝে না সে কোনোদিন বুঝেও নি
পাথর বাঁধা বুকে ভালোবাসা কি থাকে?
হৃদয়ে দিনের পর দিন
শিলাস্তরে কতশত গল্প পড়ে গেছে চাপা,
রুপের মাঝে এক জীবন নির্দয় হয়ে
আরেক জীবনের করে হত্যা,
নিরবে দীর্ঘশ্বাস ছাড়ে;
প্রতিদিন আগুন লাগে এ বাসর ঘরে।