বদলেছে সময় বদলেছে কাল
বদলেছে পথ বদলেছে ঘাট,
শুধু আজও থেকে গেছে সেই অত্যাচার,
সেই প্রাচীন প্রথা, সেই অমানুষিক কাজ!
সমাজের কাছে আজও আমি বোঝা
আমি নারী এটাই কি আমার সাজা?
আমার জন্মের আগেই আমাকে নিয়ে শত শত বাধা,
সারাটা জীবন নানান হলে শুধুই আবদ্ধ করে রাখা,
কখনো বাইরে তো কখনো ভিতরে আগুনের ছেঁকা,
কখনো ভয় তো কখনো চুপটি করে থাকা৷
আমি নারী এটাই কি আমার সাজা!
কেন.....…..,
সমাজের চোখে আজও আমি বোঝা!!