মন পুড়ে গেছে সাঁওতালী গন্ধে
স্পর্শরা ব্যাকুল, রন্ধ্রে-রন্ধ্রে,
বাড়ছে শীত, লোমশ দেহ অনুভব হারায়
সংঘর্ষ বেধে গেছে সিগন্যালে, তারায়-তারায়,
মূর্তিমান আতঙ্কে দাম বাড়ছে ভদ্রতার
ভর করেছে উর্ধ্বমূখী দাম মস্তিষ্কে, মানবতার,
তাই শিশিরে শিহরণ আসে না, নেশায় ঘনঘোর
ঘুম-ঘুম চোখ, ক্লান্ত চেতনা, অনুভূতিটাও বিভোর,
তোমাকে আসতে বলেছিলাম, কিন্তু, দাম বেড়েছে লগ্নের
শুধু, দাম বাড়েনা ভালোবাসার, দাম বাড়েনা মনের, দাম বাড়েনা স্বপ্নের।
-
পথভোলারা পথ ভুলেই থাকে, আমি পথহারা
আমাকে নৈতিকতা শেখাও! যাদের নীতি নেই তারা-
উদভ্রান্ত; তবু দাম বেড়ে চলে অজান্তে
জানো তুমি সবই, আগেও জানতে,
শুধু বিশ্বাস হয়না পর্বতের, তারও ভুল ছিলো
কিভাবে কাটালাম এতোটা দিন, এতোগুলো,
তুমি এলে অসময়ে, তবু ধরতে পারিনা
দাম বাড়ছে আকুলতার, কেন কিছুই জানি না,
তাইতো দাম বাড়ছে উপহারের, হীরে-জহরত-পান্নার
শুধু, দাম বাড়ে না হৃদয়ের, দাম বাড়ে না অপেক্ষার, দাম বাড়ে না কান্নার।
-
গায়েব থেকে আওয়াজ আসে, ধৈর্য্য
হুঃ আশ্চর্য!
আর কতোকাল নীরবতাকে ধৈর্য্য বলা যায়
আর কতোকাল দাম বাড়বে নির্জনতায়,
কুঁড়ে-কুঁড়ে নিঃশেষ করো, তবু কাছে তো আসো না
ভালোবাসো? বাসো; ভালোবাসো না? বেসোনা,
অভাবটার দাম বাড়িয়ে শুধু আর্তনাদ
অভাবটাও থেমে গেছে, থেমে গেছে তার প্রতিবাদ,
তাইতো দাম বাড়ছে কুৎসিত অন্ধকার ভাষার
শুধু দাম বাড়ে না স্মৃতির, দাম বাড়ে না কল্পনার, দাম বাড়ে না আশার।