সময় ছিলো না বলে, ডাকও শুনতে পাইনি, খোলামেলা অজুহাত
পাত্তা দিই না গায়েবকে, এ আমার নিজস্ব অভিসম্পাত,
চলতে-চলতে আটকে গেছি বিন্দুতে, হায়রে চলমান বিন্দু
না হয়েছি মুসলিম, না হলাম খ্রীস্টান, বৌদ্ধও হতে পারিনি, হইনি হিন্দু,
দৃষ্টি দিইনা কারো প্রতি, ব্যক্তিগত রেজুল্যুশন
সম্পর্ককে করেছি মায়াহীন, হৃৎপিন্ডকে করেছি শোষন,
তবুও, কে যে মাতাল করো, বুকের ভেতর রক্তের ছোপ
আমার কথা ভেবো না, আমি একটা 'বায়োস্কোপ'।
-
চূড়ান্ত হতে চাই, চূড়ান্ত ধাক্কাও খাই, তবু লক্ষ্যতো চূড়াই
নিয়তিকে খেলনা করে স্বপ্ন ভাঙ্গি প্রতিবার, স্বপ্নে কষ্টও পোড়াই,
বিচিত্রতা ধরে রাখি পরিচয়ে, এ আমার সামগ্রিক আমি
ঘটনাকে করেছি সম্পত্তি, বন্ধুত্বের আওতায় শুধুমাত্র 'অন্তর্যামী',
সুখকে শত্রু করে পাঁয়তারা করেছি দেহে
দাবীকে উপেক্ষা করে হয়েছি পাপী, দুনিয়াকে পরিণত করেছি গৃহে,
তথাপি, কেন যে অবহেলা করো, আহবানকে করো বিলোপ
আমার কথা ভেবো না, আমি একটা 'বায়োস্কোপ'।