যেদিন ঘুম ঘুম চোখে হেরিনু নিঝুম বিজনের কালো রাতে
সেদিন অভিমান ছিল, অপবাদ ছিল, শুধু কেউতো ছিলনা সাথে,
সেদিন পরিচয় ছিল অপরাধী ছায়া
অপদেবতার অভিশাপী মায়া,
অভিযোগ মাঝে কলুষ কায়ার মিনতির অজুহাতে
সেদিন অনুযোগ ছিল, অনুরাগ ছিল, শুধু কেউতো ছিলনা সাথে।
-
কেউতো ছিলনা করিতে ছলনা ললনার মতো রুপে
কেউতো ছিলনা ঢেউ হয়ে বুকে আঘাত হানিবে চুপে,
নিশ্চুপে একা দলিয়াছি সুখ
গায়েবের খোঁজে সদা সম্মুখ,
ধুঁকে-ধুঁকে পার করে পারাবার হয়েছি ধোঁয়াটে ধূপে
সেদিন কেউতো ছিলনা ললনার মতো ছলনা ধরিবে রুপে।
-
বানোয়াট যতো 'দেবতা-দেবতা', 'দেবতা'র কি-বা তাতে
উপোসের জ্বালা সহিয়া সেদিন 'দেবতা' দেখেছি ভাতে,
পণ্যের মতো হয়েছি বন্য
কোথায় চলেছি কিসেরই জন্য,
বোঝে নাই কেহ অধমে গণ্য পরিণত কোন জাতে
দেবতার রুপ দেখেছি উদোরে, 'দেবতা' দেখেছি ভাতে।
-
আজ এই এতো-এতোকাল পরে সবাই ভাঙিল মান
তুলিল আমারে মাথার উপরে, আমি আজ 'ভগবান',
সমাধান সব মোর দু'টি কাঁধে
শক্ত করিয়া সকলেই বাঁধে,
অনুরোধে অনুচেতনার বোধে চারিপাশ মহিয়ান
সেদিন তোমরা বলেছিলে 'পশু', আজ বলো 'ভগবান'।
-
সেদিন তুমিই বলেছিলে পশু, অসুর হতচ্ছাড়া
সেদিন তুমিই হেনেছিলে ঘাত, ক্রোধে ছিলে দিশেহারা,
সেদিন তোমাতে দেখি নাই লীলা
আজ কেন তব এই ছেলেখেলা,
বলনা আমাকে কিসের বিপাকে করেছিলে দিশেহারা
বলনা আমাকে অসুরের মতো পশু করেছিল কারা!
-
যাই হোক আজ যেহেতু হয়েছি দেবতার রুপে 'ঢাল'
মনে নাই মন, আজব চেতন, মন হয়ে গেছে 'মাল',
সেই মালে শুধু দায়ের দলন
বাণীরে বানালে উদোর ফলন,
ছলনে আমারে বানালে বাজনা, তুমি দাও তাতে তাল
মন হয়ে গেছে 'ভগবৎ গীতা', মন হয়ে গেছে 'মাল'।