হায়রে স্বান্তনা-
আকাঙ্খার প্রদীপ হয়ে জ্বলছ বুকে,
তবু’ আসছ না;
হায়রে বিধাতা-
বিবেকের আক্রমণে ক্ষত-বিক্ষত প্রেম,
তবু, পিছু ছাড়ে না;
হায়রে তুমি-
নিয়তির বাস্তবতায় মুষড়ে পড়া আকুতি,
তবু, মনতো মানে না;
হায়রে আমি-
অন্ধকারে হাতড়ে বেড়ায় মায়া,
আমাকে বুঝতেই পারো না।।
হায়রে সৃষ্টি-
পাগলামীর মাত্রা বাড়ায়,
তবু, খোলস ছাড়ে না;
হায়রে দৃষ্টি-
যতোদূরেই যায়, দেখি কষ্ট,
তবু, মাত্রা কমে না;
হায়রে অন্ধকার-
একাকীত্বে আক্রান্ত সময়,
তবু, নির্লজ্জ্বে ভেসো না;
হায়রে অতীত-
দয়া করো, দয়া করে ক্ষান্ত হও,
অপবাদ নিয়ে এসো না।।