নদীকে দেখ
তোমায় দিয়ে চলছে তার জোয়ার ভাটা
সাগর দেখ
হাজার হাজার প্রাণ বানানোর উৎস এটা
আকাশ দেখ
তোমার দ্বারা প্রকাশ করছে অসীম শক্তি
বাতাসে এসো
বাঁশির সুরে গেয়ে যাচ্ছে প্রেমের উক্তি
জলকে ধরো
তোমার বুকের তৃপ্তি হয়ে নামছে ধারা
তাপকে দেখ
পরিশ্রমের কপাল জুড়ে ভাগ্য-তারা
আলো দেখ
তোমার মনের দরজা তার চলবার পথ
সময় দেখ
তোমায় দিয়ে চালাচ্ছে তার ছুটন্ত রথ
মাটি দেখ
তোমার মধ্যে জানাচ্ছে তার ধী-ক্ষমতা
সূর্য দেখ
তোমার বিবেক নিয়ে সে আজ পায় সমতা
গাছ বলছে
তোমার মুখেই শুনলো সে তো সূর্যের ডাক
পাখি গাইছে
তোমার রুচির কাছে তাদের সুর বাঁধা থাক
আমায় দেখ
অনন্তকাল আছে হেথায় প্রেমের ক্ষুধা
তুমিই সেই
মধুর রসে সিক্ত করছো সঙ্গ-সুধা
শিশুকে দেখ
মহাবিশ্বের সব আকর্ষণ তার খেলাঘর
তোমাকে দেখ
তুমিই সেই মহা জগতের মূল কারিগর।