কোথাও না কোথাও তুমি রয়েছ
আমি জেনেছি স্বপনে
চিনি না তবু বড় আপন লাগে
যেন জীবনে যাপনে
যে মাটির পথ ধরে একা আমি
প্রতিদিন হেটে যাই
সবুজ ঘাসের নির্বর্ণ বাতাসে
বাজে সুরেলা শানাই
আলোর খেলা আর বায়ূর দোলে
হেলে পড়ে ঘাস লতা
আমার সাথে তাদের হয়েছিল
ভাললাগা বহু কথা
অনাদরে বেড়ে ওঠা কলমির
ডালে বসে সুঁইগাধা
কিচিরমিচির করে বলেছিল
পাগল প্রেমের ধাঁধা
নরম বিকেলের নীরব শব্দ
জুড়েছিল মিহি ছন্দ
হালকা ধোয়াশায় তামাটে রোদ
ছেড়েছিল ঋজু-গন্ধ।
এভাবেই আনন্দের পথ ধরে
চলে গেছি বহুদূর
তবু যেন মনে হয় এর সাথে
মেলে নাই সেই সুর।
শুনি নাই কাছাকাছি বেজে উঠা
নুপুরের কিনিকিনি
অপরশী বাহুলতায় চুড়ির
সুচিকন রিনিঝিনি।
হৃদয়ের কানে হৃদয়ের মুখ
এনে ফিসফিস করে
সেই কথা শুনি নাই সেই গান
গাই নাই সেই স্বরে.....
সেই গান গাই নাই সেই সুরে!!