সুচরিতা তাড়াতাড়ি ডেকে আনো জ্যোতিষ
দেখ তো তোমায় বিয়ে করবে কি সতীশ!
শুনলাম তুমি কিনা পড়ে ওর পাল্লায়
পেমপিরিত করে টরে যাচ্ছো গোল্লায়
সেদিনও দেখলাম সতীশের সাথে
চাষ-বাষ করছো পশ্চিমের ক্ষেতে
রাত দিন কাটাচ্ছো ছিঃ,মাখাচ্ছো পাড়া
বিহিত না হলে কিন্তু করবো গ্রাম ছাড়া!!!
মোড়লের কথা শুনে সুচরিতা কয়
আমারে নিয়া বাবু লইবেন না ভয়
নাইবা হোক আমার বিয়ের সংস্কার
পেয়েছি তো জীবনে প্রেমের পুরস্কার
ঈশ্বরের উপহার যদি কিছু থাকে
সবকিছু মিলিয়ে প্রেম বলে তাকে
আমিতো পেয়েছি বাবু সেই উপহার
রীতির বিয়েতে বলো তুলনা কি তার!