শাখায় তো উঠে গেছি —
চলো নামি গাছটির গোড়ায়

ওখানে শাখা নেই — আছে এক কান্ড
আরো নিচে —
মাটির নিচে আছে  শত-শিকড়-শখাজাল
এগুলোও হরেক রকম পাতাছাড়া ডাল
এই শিকড়েরা সারাজীবন যা আহরণ করে
সবি তা বিতরি দিচ্ছে শাখায় পাতায়
তাইতো  শিকড় হচ্ছে-
মহা সমাজসেবক আমার  কবিতার খাতায়
সেবক সেবা দেয়, সমাজ সেবা পায়
   দেনা পানা বাস করছে চিরচাকায়
মাঝে বসে কান্ডটা করছে সব কান্ড- কারখানা

তুমি কান্ডটাকে জড়িয়ে ধরেছো তো
তবেই হচ্ছে সব শাখা আলিঙ্গন
                 হচ্ছে শিকড় সঙ্গম
এ মৈথুনে এবার ফল হচ্ছেই
                       বীজ ধরছেই
এ অমোঘ  অনিবার্য বীজেরাই সময়ের ক্ষেতে
এ পৃথিবীর সব-সব শ্যামল সবুজ গাছ
                    রাজত্ব!!
রাজত্ব আমার ছেলে— তারে অবৈধ যে বলে
সে কাণ্ডহীন শাখাপাপীর রোমান্টিক লাশ
   সে নির্বোধ জ্ঞানপাপীর রোবোটিক দাস।