কখন কি যে হয়
লাগে বড় ভয়
চোখে মুখে তালা
তবু মনে শঙ্কা হয়।
সত্য আজি নির্বাসনে
শান্তি নিয়েছে ছুটি
মিথ্যের দৌরত্ত্বে জীবন
কোন পথে যে হাটি!
মরণ চলে পিছে পিছে
কখন কি যে হয়
লাগে বড্ড ভয়।
আশায় আশায় বুক বাঁধি আজ
কেটে যাবে আধাঁর
মুছবে কালো ফুটবে আলো
মিলবে উত্তর অজানা সব গোলকধাঁধার
চেনা পথগুলো সুনসান
কখন কি যে হয়
ভয়কে বড় ভয় হয় আজ
তবে কি,
ধেয়ে আসছে দুঃসময়??