সকাল থেকে যে মুখটা ভাবতে ভাবতে
কল্পনার ক্যানভাসে হৃদয়ের লাল, নীল, হলুদ, সবুজ
আরো নানারকম রংয়ে তুলির আলতো ছোঁয়ায়
প্রতিটি দিন তোমার মধু মুখটাকে সাজাই মনের গহীনে
স্বার্থহীন, স্বপ্নহীন, দ্বিধাহীন চিত্তে,সারাটা সকাল কাটে এক অদ্ভুত ভাললাগায়।
এর পর জীবনের হাজারো ব্যাস্ততা, চিন্তা, কল্পনা,
সহস্র রঙিন মুখের ভীড়ে
সেই মুখটা মনে হলে
সকল ক্লান্তি, শ্রান্তি, পরিশ্রান্তি নিমিষে অদৃশ্যে মিলায়
শরীরের প্রতিটি অঙ্গ রোমাঞ্চিত হয় এক অদৃশ্য মায়ায়।
বিকেল গড়িয়ে যখন সন্ধ্যার আয়োজনে প্রকৃতি,
পাখিগুলোর মত মানুষগুলোও যেন আপন আলয়ে
পায় দিনান্তের দায় হতে নিষ্কৃতি
ঠিক তখনই ঐ হাসিমাখা মুখটা ভেসে ওঠে মনের অন্তরালে-
যেন বলে, কি এতো ভাবো সারাদিন ?
চোখের নোনা জলে চোখের পাতা বন্ধ হয়ে আসে
চোখের কোনা বেয়ে দরদর করে জল লুটিয়ে পড়ে
বোবা মনের ভাললাগায়, ভালবাসায়।
আজও তাকে হয়নি বলা ভালোবাসি
তবুও তাকে ভেবে কাটে আমার সকাল, দুপুর বিকাল,নিশি-
আমি তাকে অনেক বেশী ভালবাসি,
পাওয়া না পাওয়ায় কি এসে যায়...
সে আমার ভালবাসা, আর কিছুতো নয়।