নিহত বাসনা পুড়ে ছাই হয়
প্রতিহিংসার দাবানলে ,
শকুনের ডানার ছায়ায় বিশ্রামরত
পথিকটার ভুল ভাঙে।
চেয়ে দেখে , সূর্যটা চুরি গেছে।
সমতল ভূমিতে তৈরি হয়
বিশাল সমুদ্র ,
যা দুটো নীল আকাশের জলে পুষ্ট ।
ওর কথা ছিল অমৃত পাবার ,
কিন্তু
ওকে পেট নামের রেকর্ড প্লেয়ারে
পোড়া রুটির রেকর্ড চাপিয়ে
শুনতে হয় দেহত্বত্তের গান ।
একদিন সবুজের মিতালিতে নামে
কালো রক্তের প্লাবন .......
"সমুদ্রের" আয়নায় ভেসে ওঠে
কতকগুলো পৈশাচিক মুখ ,
তারপর
এমনিতেই ভেঙে যায়
তালাবন্ধ স্বর্গের সদর দরজা ।