তুমি আসবে বলে সারা বেলা
তোমার অপেক্ষায় থাকি
তুমি আসবে বলে তোমার জন্য
ভালোবাসার মালা গেঁথে রাখি।

তুমি আসবে বলে আমার হৃদয়
উল্লাসে ব্যাকুল হয়ে যায়
তুমি আসবে বলে কোকিল
পাখিরা গায় মোর আঙিনায়।

তুমি আসবে বলে বসন্তের
এবার হবে আগমন
তুমি আসবে বলে
সেজে উঠেছে ধরায় ফুলোবন।

তুমি আসবে বলে কৃষ্ণচূড়া
গাছের ডালে ভরে
তুমি আসবে বলে পাখিরা সব
গাইছে মধুর স্বরে ।

তুমি আসবে বলে
ভ্রমর আজ গুনগুনিয়ে গায়
তুমি আসবে বলে ফুলের গন্ধ
দিকে দিকে চেয়ে যায়।

তুমি আসবে বলে এই শহর
আজ নব সাজে সজ্জিত
তুমি আসবে বলে এই
ভূমি হয়ে উঠবে পবিত্র।