যেদিন প্রথম তোমায় দেখি
সেদিন মনে হয়
পৃথিবীতে নতুন করে হলো
নব সূর্যোদয়।
তুমি আমার চন্দ্র সূর্য
তুমি গ্রহ তারা
তোমায় দেখে প্রতিদিন
আমি হতে চাই পাগল পারা ।
আমি ওগো সূর্যমুখীর মত
তোমার কিরণের লাগি
তোমার মুখের পানে
চেয়ে রই অবিরত।
কি নিপুণ হাতে গড়েছে
তোমায় ঈশ্বর
পৃথিবীর সাতটি সে বিস্ময়
তুমি তার চেয়েও বিস্ময়কর।
তোমায় পেয়ে ধন্য আমি
সিক্ত ভালোবাসায়
তুমি আমার চিরদিনের হবে
রয়েছি সেই আশায়।