ঘুম থেকে উঠেই দেখি
আকাশ খুব মেঘলা
বসেছিলাম জানলার কাছে
কফি হাতে একলা ৷
আজ রবিবার একুশে জুন
আজ আকাশে হবে সূর্য গ্রহণ
কিন্তু আকাশ ঢাকা ঘন কালো মেঘে
ঝরছে বৃষ্টি দু-এক পশলা
রাঁধবে নাকি খিচুড়ি আজকে
দিয়ে তাতে গরম মশলা ।
কিন্তু সবাই বলে গ্রহণের সময় রাঁধতে নেই গ্রহণের সময় খেতে নেই
গ্রহণের সময় ঢুকতে নেই
বাড়ি থেকে বেড়োতেও নেই
যদি জানতে চাও কেন ?
উত্তর আসবে না জেনো
তবে কেন এই কু-সংস্কার
কেন এই বাদ-বিচার
কেন নিয়মের এর পর শুধুই নিয়ম
যার নেই কোন মানে
যাকে শুধাবে তুমি
সেই বলবে সে না জানে ৷