আমার পুরনো কবিতা ২০১৮
দেখো এ কেমন রঙ্গ
হয়ে গেল মাঝেরহাটের সেতুটি ভঙ্গ
বিকেলের সাঝ ঝরা লগন
ব্রিজের ভগ্নস্তূপ দেখতে লোকেরা মগন
একটি ছেলে মৃত হয়ে পৌঁছে গেল গগন
নতুন ব্রিজে ফলকের বদলে থাকবে কি মৃতের ছবি ?
হয়েছে সে শহীদ ব্রিজে যান বলিদান দিয়ে
নজরুল বলেছে সেদিন ছিল কি গোধূলি লগন মাজেরহাট ব্রিজ ভাঙার ক্ষণ ৷
নালার সে খাল হয়েছে বেহাল
পড়েছে তার বুকে ব্রিজ ভেঙ্গে
এবার কি যাত্রা সুসম্পন্ন হবে
বাসে উঠলে মনে হয় পৌঁছাব কবে বাসের পেট্রোল শেষ হবে যবে তাড়াতাড়ি চলো তবে ৷
রাস্তা আঁকা-বাঁকা চলটা ওঠা তার
সঙ্গে রয়েছে ঝিঝির ডাক আর অন্ধকার
নিঝুম নিশুতি রাস্তা বেকার
নেই ফোন নেটওয়ার্ক আছে কি টেলিফোনের তার
রাস্তায় জমা জল যেন নদী বয় কল কল
বাস করে টলমল টলমল বাপ রে এ যেন সাগরের মত জল ৷
সাধারণ মানুষের মাথা গেছে চটে
শুধু বাসে ধাক্কাধাক্কিতে গরমে গা থেকে ঘাম ছোটে
ওঠো ওঠো ভাই বাসে
বাস যে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে তবেই গন্তব্যস্থলে আসে
বাস চলছে তো চলছে
মন কত কথা বলছে
বাসে বসে বসে মাথাটা ঢলছে
কারুর বা পেট গুলছে
কেউ বা ঘুমে ঢলছে
কেউ বা দেখছে ফোন
কেউ বা করছে ঝামেলা
এই করে বাসেই কেটে যাচ্ছে একটা বেলা
কেউ বা যাচ্ছে কাজে
কেউ বা বকে যাচ্ছে আজেবাজে
কেউ বা যাচ্ছে ঘুরতে
কেউবা যাচ্ছে কেনাকাটা করতে
সব মিলিয়ে এক প্যাচপ্যাচে ভিড় ৷
আশ্বাস দিচ্ছে ওপর থেকে হবে হবে লেভেল ক্রসিং হবে
ঠিক যেন গ্রামের ওই আঁকা বাঁকা পথের মত
অনেকটা সিনেমার মতো দৃশ্য দেখা যাবে
এতেই বোঝা যায় শরতের কাশের বদলে উন্নতির ফুল ফুটছে ৷
একজন মন্দিরে গিয়ে বলল ঠাকুর ব্রিজ ভেঙে যেতে সবাই নাজেহাল
দায় এড়াতে ঠাকুর বলল -
ভক্ত এ তো তোমাদের ইচ্ছা
তোমরাই তো বলতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো না এবার কেমন হচ্ছে বলো
এখন মনের সুখে প্রেম করে চলো
মনের কথা বলো
যে কোন একটা বাসে ওঠে ৷
আশা বলতো ফুল কেন লাল হয় সে কি জানা যায় ?
আর এখন লোকে বলে ব্রিজ কেন ভেঙে যায় সে কি জানা যায় ?
কষ্ট পাচ্ছি এ কথা কি মুখে বলা যায় যেমন টাকায় টাকা বারে
তেমন কথায় কথা বারে
তাই এখানেই টানছি দাড়ি ৷