হৃদয়ের ব্যথা লুকাতে নারি
উথলে আমার নয়ন বারি
জেগেছিল তোমায় পাওয়ার শত তৃষা
ব্যর্থতার নিশ্বাস মেশা
একলা নিশিথ বেদনা ভরা রাতে
একাকী শয়নে জল আসে আঁখিপাতে ।
চাঁদের ওই জোছনা আসে
জুঁই ফুলের গন্ধ ভাসে
শিশির পরে সবুজ ঘাসে
মন বলে তুমি কই এসো এই মধু মাসে ।
রাত ফুরালেই দিন আর দিন ফুরালেই রাত
তবু পাই না তোমার সাথ
বল কেন এভাবে দাও আমায় আঘাত
মনকে বলি মধু নিশি বয়ে যায়
শুধু পরান-প্রিয় তুমি কোথায় ।