কেমন আছো প্রিয় আমার, এই মধুমাসে
যেমন ফুলের কাছে মধু নিতে ভ্রমর আসে
তেমন তুমি কি আমার কাছে আসবে না
অমন করে আমায় ভালোবাসবে না ?
জানো, জীবনে এমন কখনো হয়নি আগে
তবে যেদিন থেকে তোমায় ভালো লাগে
তোমায় দেখলেই উষ্ণতার শিহরণ জাগে
তুমি রয়েছো আমার মনের শত ভাগে।
তোমায় পেয়ে আমার জীবন হয়ে গেছে পূর্ণ
আমার শয়নে স্বপনে এসে করেছো আমায় ধন্য
দু চোখে শুধু তুমি রয়েছো নেই কেউ অন্য
পৃথিবীর সব কিছু তোমার তুলনায় অত্যন্ত নগণ্য।
কেমনে বোঝাই তোমায়, আমার দেবতা তুমি
তুমি ছাড়া এই জীবন আমার সাহারা মরুভূমি
যে একাকিত্ব আমায় ঘিরেছিল এখন তার শেষ
তোমার বুকের গভীরে হারিয়ে,হতে চাই নিরুদ্দেশ।