কি গরম পড়েছে এবার
জ্বলছে বঙ্গ ভাই
সূর্যি মামা এবার তোমার
রঙ্গ কমাও তাই ।

ঘামছে শরীর গামছে কেশ
আকাশে নেই মেঘের লেশ
সূর্যি মামা নিচ্ছে মজা বেশ
এদিকে জ্বলছে গরমে সারা দেশ ।

এরমধ্যে চলছে কাটা গাছের ধড়
প্রকৃতির রূপ দেখছি ভয়ঙ্কর
মানুষের মনে কি নেই একটুও ডর
যে গাছ কেটে ফেলেছে পর পর ।

নদীর জল যাচ্ছে কমে
শরীরে ঘাম যাচ্ছে জমে
শুকিয়ে যাচ্ছে জলাশয়
বঙ্গ হলো মরুভূমি লাগছে ভীষন ভয় ।

মাথার চাঁদি পুড়ছে তাপে
ছাতা ও রোদের ভয়ে কাঁপে
চুমুক তবুও চায়ের কাপে
বাড়ছে গরম ধাপে ধাপে ।

তপ্ত দুপুর সূর্যি মামার তেজ
নেই গাছের সারি সাজানো সেজ
নেই কোথাও একটু শীতল ছায়া
প্রকৃতির নেই একটুও দয়া মায়া ।

কারণ আমরা করছি
গাছ হত্যা নির্বিচারে
পালাবি কোথায় হে মানব
দেখ প্রকৃতিও আমাদের ঘুরিয়ে মারে ।