বাঁচাও বাঁচাও বলে প্রকৃতি,
এভাবে যাবেনা প্লাস্টিক ফেলা
এভাবে করা যাবেনা প্রকৃতিকে অবহেলা,
তোমরা প্লাস্টিক আবর্জনা ফেলো আরো
বোঝনা কষ্ট হচ্ছে অন্য কারোর ?

বুঝবে যখন শেষে
দেখবে তখন ময়লা বিরাজ করছে দেশে,
তখন আর বোলো না ভগবানে
যে সে কেবলই প্রতারণা হাণে,
তোমরা প্রকৃতির কাছ থেকে সবকিছু নিয়ে
দাও না কিছুই শোধ
তোমরা মানুষের দল, পাষান তল ৷

আমি বলি,

মা তোর ভয়ংকরী রূপ দেখেছি
প্রকৃতির  ওই আঁখির কোলে
প্রকৃতি ধসছে হায়
এতে মানুষ কি পায় ?
মানব পরিবেশের টিপে-টুটি
তাকে করছে কুটি-কুটি
মনে রেখো প্রকৃতিই অক্সিজেন,
তাকে ধ্বংস করে না চেপে
আমার ভেয় বুক ওঠে কেঁপে

কোন দিন প্রকৃতি করে শ্বাসরোধ
নিবে আমাদের প্রতি প্রতিশোধ,
বন্ধ কর ভাই প্লাস্টিক ব্যবহার
সভাব পালটাতে কষ্ট হবে জানি
না হলে, প্রকৃতি মোদের জানাবে বিদায় বাণী
যেদিন সে চোখ বুজবে
সেদিন কি তোমরা বুঝবে ?
যখন রইবে না সবুজবন
তখন অবচেতন মন করবে উচাটন ৷