নব ফুলের ডালি
গোলাপে আসেনি লালি
রাতের আঁধার কালি ঘুচায়ে
ফুলের দুঃখ রাশি মুছায়ে
নববসন্তের ডালি
নিয়ে এসো ফুলো মালি ৷
শীঘ্র এস বনমালী
দেখ গহীন রাতে ফুলের ডালি
চুরি করতে কে এলি ?
কি চুরি করবে শুনি ?
মধু যামিনীতে মধু কামিনী ?
কে এলি কে এলি বল আমারে বল
বাঁধবো তোরে বাধনে চল আমার বনমালীর কাছে চল
বল তুমি কি সে ফুলো চোর
এই গহীন রাতে ফুলের ভ্রমর
আমার বনমালীর ফুলচোর ৷
বনমালী বলে কেন করো হেঁয়ালি
মিছে রূপ ধরতে চাও খালি
বোঝো না তুমি আমার ফুলের ডালি
আর আমি তোমার ফুলের মালি ৷