প্রিয়তম কি মনে পড়ে এই শ্রাবণে
অঝোর ধারা এ জলের ফোঁটা অশ্রু বয়ে আনে
মোর আঁখির পানে
তার কথা আরো মনে পড়ে
বিরহের গানে গানে
ছড়িয়ে আছে তার সুরভী
আমার প্রাণে প্রাণে ৷
এই বর্ষার দিনে মেঘের মতো কালো নেশার কাজল চোখে দিয়েছি
আর সে কাজল মেঘের মতো শুধু জলধারা দিয়েছ
তুমি এলে সেই কাজল খানি
আমার রূপের ছটা হয়
তুমি চলে গেলে সে কাজল খানি
জলের মত ধুয়ে যায়
যারে যা যা মন পাখি ঝড় কে ছাপিয়ে যায় আমার হৃদয় কূলে
যারে যা যা হওয়ার সঙ্গে দুলে দুলে
আয়রে নিয়ে প্রেম যমুনার মধ্যে দিয়ে
নায়ে করে ভেসে গিয়ে
নিয়ে আয় মোর সঙ্গীটিকে ৷
আমার হৃদয় শুধু ভাবে তার কথা সারা বেলা
করে মনে মনে তার সাথে কত খেলা
হায় তুমি যদি সত্যিই আসতে
আমার কাছে ।
ভাবতে ভাবতে আনন্দমাখা বৃষ্টির ধ্বনি নিয়ে এলো তোমার খবর হোয়াটসঅ্যাপে তুমি টাইপ করেছো বাহিরে অপেক্ষা করছি ঝিরি ঝিরি বৃষ্টিতে মিঠি মিঠি দৃষ্টিতে শুধু তোমার জন্য তোমারি সাজানো ফুলের বাগানে ৷