উদাসী মায়াবী বিকেলে বসে
ভাবি একা একা দিন শেষে
কি করে দেখা হবে দুজনায়
চোখে তে অশ্রু জল শুধু উছলায় ।
আকাশে অস্তগামী সূর্য
বিকেল-সন্ধের মায়াবী মাধুর্য
দেখি হাতছানি দিয়ে ডাকে
কত দূরের বলাকা
কি করে যে উড়ে যাব
নেই মোর পাখা।
যদি সত্যি উড়ে যেতে পারতাম
তাহলে তোমায় কি কখনো ছাড়তাম
শুধু দূর থেকে দেখি তোমার সৌন্দর্য্য
এখনও শোনা হলো না তোমার স্বরমাধুর্য
কবে যে দেখবো তোমার চন্দ্রকরোজ্জ্বল মুখ
কবে যে মিটবে আমার মনের দুখ
রয়েছি নিয়ে আসা ভরা বুক
একদিন তুমি আসবে আমি পাব সুখ।