যখন তোমার ছবি দেখি
তখন মনে হয়
তোমার চোখ দুটোয়
কি বিশাল গভীরতা
এই বুঝি ডোবাবে আমায়।

চোখের পাতা যেন নীল শামিয়ানা
আবেশে ডুবে যাই আমি
মন মানে না তো মানা
শান্তি সুধা শুধু আঁখির গভীরে
থাকো আমার কাছে তুমি যেওনা গো দূরে।